25888

04/19/2025 নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

রাজটাইমস ডেস্ক

২৪ জানুয়ারী ২০২৫ ১৬:৫৫

নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার ভোরে ওই দুর্ঘটনা দুটি ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন, আজ ভোর সাড়ে ৬টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল টোল রোডে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকে থাকা সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার শাহীন আলম নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়। আহত হয় ৩ জন। এ সময় দুর্ঘটনাস্থলে এসে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এ তে বাসের অন্তত ৭ যাত্রী আহত হয়। সবাইকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।

অপরদিকে একই সময় পার্শ্ববর্তী একই সড়কের কাছিকাটা এলাকায় গাড়ির চাপায় একজনের মৃত্যু হয়। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]