25889

04/22/2025 ধামইরহাটে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী পালন

ধামইরহাটে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী পালন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৪ জানুয়ারী ২০২৫ ২২:২১

নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে ধামইরহাট আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল।

এছাড়া ধামইরহাট আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. সাকিব চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক শাহারাজ আলী সনি, উপজেলা বিএনপির আহবায়ক ফেরদৌস খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ান মো. ফেরদৌস, যুগ্ম আহবায়ক মনোয়ারুল কাউসার বুলবুল, মো. আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, মহিলাদলের নেত্রী মৌসুমি আক্তার, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপদেষ্টা ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, সাধারণ সম্পাদক শাহারিয়া ইসলাম সাগর প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]