2590

07/26/2025 তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

রাজটাইমস ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২০ ০০:৫৬

তিন মন্ত্রণালয়ে নতুন তিন সচিব নিয়োগ করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ভূমি এবং রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ৫ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মহিবুল হকের চুক্তির মেয়াদ শেষ হবে।  

তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।  

অন্যদিকে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ৩০ ডিসেম্বর পিআরএলে যাচ্ছেন। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে।

অন্যদিকে, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com