25901

04/04/2025 বুয়েট শিক্ষার্থীর সঙ্গে প্রেম, ভিডিও কলে রেখে জবি ছাত্রীর আত্মহত্যা

বুয়েট শিক্ষার্থীর সঙ্গে প্রেম, ভিডিও কলে রেখে জবি ছাত্রীর আত্মহত্যা

রাজ টাইমস ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৫ ১০:৩৭

বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মি।

রোববার ভোরে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এসময় পুলিশ গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপালে নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের দাবি, ওই শিক্ষার্থী প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।

সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়ণপুরে। সাবরিনা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

সাবরিনা রহমান শাম্মির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি যশোরের চৌগাছার নারানপুর নামক গ্রামে।

সাবরিনা সহপাঠী আলী কাজী বলেন, আমরা ভোর চারটার দিকে জানতে পারি, শাম্মি আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে আমরা কাঠেরপুলে তার মেসে যাই। তখন বুয়েটে পড়াশোনা করা সাবরিনার বয়ফ্রেন্ডও এসেছিল। অনেক কান্নাকাটি করার পর চলে যায় সে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শুনার সঙ্গে সঙ্গে সকাল ৬টায় আমি মিডফোর্ড হাসপাতালে তাকে দেখতে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। কারণ ফাঁস দেওয়ার সময় প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে।

সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জবি শিক্ষার্থী সাবরিনা কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]