25903

04/21/2025 নারী বিপিএল হচ্ছে না

নারী বিপিএল হচ্ছে না

রাজ টাইমস ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৫ ১০:৪০

তিন দল নিয়ে নারীদের বিপিএল আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেব্রুয়ারিতে মেয়েদের এই টুর্নামেন্ট আয়োজনের কথাও জানানো হয় বোর্ডের পক্ষ থেকে।

রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস দল নিতে চেয়েছে এমন খবর প্রকাশ হয় সংবাদ মাধ্যমে। নারী ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৫ লাখ টাকা করা হবে। একজন বিদেশি খেলানোর পরিকল্পনার কথাও জানা যায়।

তবে শনিবারের ১৭তম পরিচালনা পর্ষদের সভা শেষে জানানো হয়েছে, আপাতত হচ্ছে না মেয়েদের বিপিএল। ছেলেদের বিপিএল আয়োজন করতে গিয়ে অনেক বিতর্ক এসেছে।

নারীদের বিপিএল আয়োজনের ক্ষেত্রে তাই তাড়াহুড়ো করতে চায় না বিসিবি।

বিসিবির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত হয়েছে।’ এতে অঙ্কুরেই শেষ হলো নারী ক্রিকেটারদের বিপিএল খেলার আশা। এছাড়া সভায় চলতি বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]