04/19/2025 ধামইরহাটে কৃষকের ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
২৮ জানুয়ারী ২০২৫ ১৮:১৩
নওগাঁর ধামইরহাটে রাতের আধাঁরে আল আমিন (৩২) নামের এক কৃষকের ১বিঘা জমির বোরো রোপণকৃত ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।
গত ২৭ জানুয়ারি ভোরে উপজেলার হাটনগর এলাকার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ৪জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- হাটনগর এলাকার মৃত সেনচুরিয়া পাহানের ছেলে অনিল পাহান, শুনিল পাহান, কুলিন পাহান, পুলিন পাহান। অভিযোগ সুত্রে জানা গেছে, ধামইরহাট পৌর এলাকার হাটনগর গ্রামের মৃত শামছদ্দিনের ছেলে কৃষক আল আমিন ও তার পরিবার হাটনগর মৌজায় প্রায় ৩ একর জমিতে চলতি মৌসুমে বোরো ধান রোপন করবেন।
এরই মধ্যে গত সোমবার ভোরে অভিযুক্তরা কৃষক আল আমিনের ১ বিঘা জমির রোপন করা ধান উপড়ে ফেলেছেন। পাশাপাশি প্রায় ৪ বিঘা জমিতে বোরো রোপণে জন্য প্রস্তুত বীজতলা নষ্ট করে। এতে ওই কৃষককের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।
এবিষয়ে ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ কৃষক এবিষয়ে অভিযোগ দিয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।