25941

04/22/2025 বিপিএলের প্লে অফ মাতাতে ওয়ার্নারসহ পাঁচ বিদেশি আসছে রংপুরে

বিপিএলের প্লে অফ মাতাতে ওয়ার্নারসহ পাঁচ বিদেশি আসছে রংপুরে

রাজ টাইমস ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৫ ২০:৪১

দেখতে দেখতে শেষের দিকে চলছে বিপিএলের এগারতম আসরের খেলা। নতুন আমেজে বিপিএল থাকলেও মাঠে এবং মাঠের বাহিরে সমালোচনা যেনো শেষ হয়নি।

এরই মাঝে বিদেশি তারকা ক্রিকেটারদের দেখাই মেলে না। এদিকে বিদেশি তারকার ঘাটতি, খেলার মান নিয়ে প্রশ্ন, প্রশ্নবিদ্ধ ম্যাচ, এবাদে বিশ্বব্যাপী বিপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় এবারের বিপিএল।

সব মিলিয়ে হতাশায় ভরপুর ফ্র‍্যাঞ্চাইজি আসর। এত বির্তকদের মাঝে ভক্ত-সমর্থকদের জন্য সুখবর দিয়েছে রংপুর রাইডার্স।

জানা যায়, প্লে’অফের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আন্দ্রে রাসেল-সুনীল নারিনসহ টি-টোয়েন্টির হটকেকদের সঙ্গে সেরে রেখেছে চুক্তি। এই দুজন ছাড়াও ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও আসিফ আলির সঙ্গে চুক্তি করেছে রংপুর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে’অফ এবং পরবর্তীতে যদি ফাইনালে ওঠে তাহলে এই বিদেশিদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ রংপুরের বিপক্ষে হারের পর বিদেশির বিষয়ে নিশ্চিত করেছেন রংপুরের টিম ম্যানেজার আহসানুর রহমান মল্লিক। প্লে’অফ থেকে ম্যাচ বুঝে এই পাঁচজনের যে কাউকে আনা হবে বলে জানান তিনি।

বিপিএলে এবারের আসরে শুরুতে দুর্বার ছন্দে ছিলো দলটি। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করে তারা। কিন্তু এরপরই হেরেছে টানা তিন ম্যাচ। আলেক্স হেলস প্রথম দিকে ছয় ম্যাচ খেলে ফিরে গেছেন। পাকিস্তানের ক্যাম্পে ডাক পাওয়ায় চলে গেছেন খুশদিল শাহও।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]