25946

03/12/2025 রাজশাহীতে রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

রাজশাহীতে রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারী ২০২৫ ১৭:২৬

রাজশাহীতে ইমামদের নিয়ে ৫ দিনব্যাপী রিফ্রেশার্স কোর্স শেষ হয়েছে। এ উপলক্ষে ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর আয়োজনে এক সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩০ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ এবং সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ডা. মো: আসেম আলী। উল্লেথ্য প্রশিক্ষণে বিভাগের ১০০ জন ইমাম অংশগ্রহণ করেন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]