26007

04/04/2025 রাবিতে কোরানের পোড়ানোর ঘটনায় একজনকে আটক

রাবিতে কোরানের পোড়ানোর ঘটনায় একজনকে আটক

রাবি প্রতিনিধি:

৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেন।

তবে দোষীর নাম পরিচয় এবং কোন থানায় আছে এ সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে উপাচার্য ফেসবুক জানান, "পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ ঘটনার মূল সন্দেহভাজন এখন পুলিশ কাস্টোডিতে। আলহামদুলিল্লাহ।

আমরা যথাসময়ে বিস্তারিত জানাতে পারব। আমাদের তদন্ত কমিটি অসাধারণ কাজ করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের, যাদের সহযোগিতা ছাড়া ঘটনা ঘটার ৪৮ ঘন্টার ভেতর আমাদের তদন্ত কমিটি সন্দেহভাজন সনাক্ত করতে পারত না। অসংখ্য ধন্যবাদ পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে যারা তাদের দায়িত্ব পালন করেছে।"

এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোষীর পরিচয় প্রকাশ না করায় চলছে নানা আলোচনা সমালোচনা। দোষী নাম পরিচয় জানতে চাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে উপাচার্য বলেন, যতটুকু বলা সম্ভব তা জানিয়েছি। এই মুহূর্তে আর বলার কিছু নেই। এগুলো আমাদের হাতে নেই।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে কে বা কারা পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করেছিল। এ বিষয়ে সেদিনই ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]