2601

09/20/2024 রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার চক্র

রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার চক্র

রাজটাইমস ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২০ ২১:১১

রাজধানী ঢাকায় সাপের বিষ চোরাচালানের একটি ৬ জনের একটি চক্রকে গ্রেফতার করা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০ নং ওয়ার্ডের গুলবার মুন্সি সরণি থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-২।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

র‌্যাব তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দক্ষিণখানে অভিযান চালায় র‌্যাব- ২ এর একটি দল। 

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। 

অভিযানে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়; যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

এর পাশাপাশি তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত একটি সিডি ও বই উদ্ধার করা হয়। 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। গ্রেফতার ব্যক্তিরা অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে। তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য। 

এদিকে, এই  ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]