26022

03/14/2025 ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২, চলছে ভাঙচুর

ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২, চলছে ভাঙচুর

রাজটাইমস ডেস্ক

৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত ৯টায় ভাষণ দেবেন বলে জানিয়েছেন। তবে ভাষণ দেওয়া হলে, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনেকেই।

ফেসবুকে বিভিন্ন অ্যাকটিভিস্ট ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার কথা লিখেছেন। রাত ৯টায় তারা বুলডোজার নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টেও পাওয়া গেছে এ কর্মসূচিতে তাদের সমর্থনের বিষয়টি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লিখেছেন, ‘উৎসব হোক!’। অন্যদিকে, হাসনাত আব্দুলাহ লিখেছেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহর পোস্টে সরাসরি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কথা না থাকলেও প্রবাসী ইউটিউবার পিনাকী ভট্টাচার্য স্পষ্ট করে তা লিখেছেন।

এদিকে রাত ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে গেছে বিক্ষুব্ধ জনতা। তারা ভেতরে ভাঙচুর চালাচ্ছে। গ্রিল জানালা খুলে ফেলা হচ্ছে। এছাড়া শেখ হাসিনার ফাঁসি চাই এমন স্লোগানও শোনা যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]