26025

04/11/2025 ইবিতে হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ, হলের নাম পরিবর্তনের দাবি

ইবিতে হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ, হলের নাম পরিবর্তনের দাবি

ইবি প্রতিনিধি:

৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার ঘৃণাসূচক ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে শেখ হাসিনার ঘৃণাসূচক প্রতিকৃতি টাঙিয়ে তাতে জুতা নিক্ষেপ করেন।

পরে সাড়ে ৯টায় সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এসময় শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ের সকল স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে দেশে একেরপর এক গণহত্যা, নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্র-জনতার উপর দমনপীড়ন চালিয়ে মুক্তচিন্তার কণ্ঠরোধ করা হয়েছিল। ছাত্র জনতার প্রতিরোধ এবং রক্তের বিনিময়ে অর্জিত দেশ আজ ফ্যাসীবাদমুক্ত হয়েছে। তারপরও বিভিন্নভাবে ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ফ্যাসিবাদের মূলনায়ক হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তাই আমরা হাসিনার ঘৃণাসূচক প্রকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি করছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে যেসকল স্থাপনা রয়েছে অনতিবিলম্বে সেগুলোর নাম পরিবর্তন করার দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এর মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদের সকল চিহ্ন মুছে ফেলা হবে। বর্তমানে হাসিনা পালিয়ে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যা দেশের ছাত্র জনতা রুখে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতিবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]