03/12/2025 বইমেলায় মুক্তাশা দীনা চৌধুরী সুবর্ণার 'ময়ূরাক্ষী'
নিজস্ব প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২২
অমর একুশে বইমেলায় মুক্তাশা দীনা চৌধুরী সুবর্ণার কাব্যগ্রন্থ ময়ূরাক্ষী প্রকাশিত হয়েছে। ভিন্নমাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে ৪১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
ময়ূরাক্ষী কাব্যগ্রন্থটি মূলত ভালোবাসার কবিতার সংকলন, যেখানে কবি সহজ সরল ভাষায় ভালোবাসার বিভিন্ন রূপ তুলে ধরেছেন। বইটিতে মোট ৬২টি কবিতা রয়েছে, যার মধ্যে ভালোবাসার নানা রঙ এবং তাৎপর্যপূর্ণ বিচিত্রতা ফুটিয়ে তোলা হয়েছে। একেক সময় একেক রঙ ধারণ করা ভালোবাসা, কখনো ভালো লাগা, কখনো বিরহ, আবার কখনো এ দুটির সংমিশ্রণ–এসব বিষয় গ্রন্থের কবিতাগুলোর মধ্যে চিত্রিত হয়েছে।
বইটির মূল্য ২৫০ টাকা হলেও মেলার উপলক্ষে বিশেষ ছাড়ে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।
পাঠকদের সাড়া সম্পর্কে মুক্তাশা দীনা চৌধুরী সুবর্ণা বলেন, "বইটির সাড়া আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। আমি খুবই খুশি যে, পাঠকরা আমার কবিতাগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারছেন।"
লেখালেখির শুরু সম্পর্কে তিনি বলেন, “২০১২ খ্রি. কবিতা লেখা শুরু করি। কয়েক বছর পর আমার কবিতার বইটি প্রকাশিত হলো, এবং সবার আগ্রহ দেখে আমি মুগ্ধ।”
মুক্তাশা দীনা চৌধুরী সুবর্ণার এটি তৃতীয় কবিতার বই, এর আগে তার দুটি কবিতার সংকলন প্রকাশিত হয়েছে। বইটির বিষয়বস্তু কবির ব্যক্তিগত অনুভূতি থেকে পারিপার্শ্বিক সমাজের চিত্র তুলে ধরেছে। তার কবিতাগুলো গভীরভাবে জীবন, ভালোবাসা এবং মানুষের মনোভাবের পরিবর্তনশীলতাকে অনুসরণ করে।
উল্লেখ্য, মুক্তাশা দীনা চৌধুরী সুবর্ণা ১৯৭৮ খ্রি. রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স এবং মাস্টার্স শেষ করে বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।