03/12/2025 ধামইরহাটে বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতাদের গণশুনানি অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২
নওগাঁর ধামইরহাটে বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতাদের সার্টিফিকেট মামলার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১১টায় উপজেলা হল রুমে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা প্রশাসকের পরামর্শক্রমে এবং উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ধামইরহাট উপজেলার একাধিক ব্যাংক (কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি ও অন্যান্য) বিভিন্ন শাখার দায়েরকৃত সার্টিফিকেট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য উন্মুক্ত গণশুনানী আয়োজন করেন।
উক্ত গণশুনানিতে ৭২ জন খাতক বা দেনাদার উপস্থিত ছিলেন এবং দ্রুত তাদের দেনা পরিশোধ করার প্রতিশ্রুতি প্রদান করেন। গণশুনানিতে অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে ৩ জন দেনাদার মোট ১'০৯'০০০/- (এক লখ নয় হাজার) টাকা পরিশোধ করেন। বাকী ৬৯ জন ঋণ গ্রহীতাকে মাসিক কিস্তি নির্ধারণ করে ঋণ পরিশোধ করার নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে অনাদায়ী খাতক বা দেনাদারদেরকে দ্রুত তাগাদার নির্দেশ দিয়ে সার্টিফিকেট মামলার উন্মুক্ত গণশুনানির সমাপ্তি ঘোষণা করেন।