26062

03/12/2025 রাবিতে ৮ম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২০ই ফেব্রুয়ারি

রাবিতে ৮ম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২০ই ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি:

৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৭

জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী '৮ম ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫' শুরু হচ্ছে আগামী ২০ই ফেব্রুয়ারী যা চলবে ২৩ফেব্রুয়ারি পর্যন্ত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ৪টায় এক সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদালয়ের ছায়া জাতিসংঘ (আরইউমুনা) উপদেষ্টা অধ্যাপক মো. সাজ্জাদুর রহিম লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

এবছর সমতা, টেকসই উন্নয়ন ও সার্বজনীন ন্যায়ের লক্ষ্যে প্রযুক্তিগত রূপান্তরের মাধ্যমে আন্তঃদেশীয় ঐক্যের উন্নয়ন' প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়,স্কুল এন্ড কলেজ থেকে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন।

৯টি কমিটি নিয়ে পরিচালিত হবে এবারের আসর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO), আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA), জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR), আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল (IPCC), জাতিসংঘের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কমিশন (UNCSTD), গ্রুপ অফ টুয়েন্টি (G-20), বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (SCBA), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (IP)।

এদিকে, প্রত্যেক কমিটিতে বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিনিধি ও শিক্ষার্থীদের জন্য থাকবে অংশগ্রহণমূলক সনদ ও অন্যান্য শিক্ষামূলক সামগ্রী।

আগামী (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ প্রোগ্রামের উদ্বোধনী করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. মাঈন উদ্দীন। এবং ২৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরইউমুনার উপদেষ্টা অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাজ্জাদুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন আরইউমুনার সভাপতি দেওয়ান বাঁধন, যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতা ইসলাম সূচী, সাংগঠনিক সম্পাদক অন্বেষণ চাকমা সহ আরইউমুনার সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতিসংঘ ছায়া সংসদ একটি বিতর্ক সংস্থা। জাতিসংঘের অধিবেশনে যে ধারায় বিতর্ক হয় তার আদলেই দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতিসংঘের ন্যায় কমিটি গঠন করে ২০১৩ সাল থেকে ছায়া জাতিসংঘ সম্মেলন করে যাচ্ছে আরইউমুনা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উপায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে উপযোগী করাই আরইউমুনার মূল লক্ষ্য।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]