26065

03/12/2025 দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, জানিয়েছেন প্রেস সচিব

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, জানিয়েছেন প্রেস সচিব

রাজটাইমস ডেস্ক

৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৯

দেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে স্পষ্টভাবে তা প্রতীয়মান হচ্ছে। গত পাঁচ মাসে রপ্তানি ১০ শতাংশ বেড়েছে। বেড়েছে আমদানিও। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মুদ্রাস্ফীতি ১২ শতাংশ থেকে ৯ শতাংশে নেমে এসেছে।

আগামী জুলাইয়ের মধ্যে সাড়ে ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম জানান, রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত ছয় মাসে দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণে অর্থনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সংশ্লিষ্টরা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে প্রধান উপদেষ্টাকে জানান। প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]