26078

03/12/2025 ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুবাইর সম্পাদক মাসুদ

ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুবাইর সম্পাদক মাসুদ

ইবি প্রতিনিধি:

১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আলী আহসান মুহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আল মাসুদ হোসেনকে মনোনিত করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে তিন দশক পূর্তি অনুষ্ঠানে এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আবু সোহানের সভাপতিত্বে অতিথি ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান ও অধ্যাপক ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদোয়ানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে নবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট, কলম, ক্যালেন্ডার ও চাবি রিং দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট, কলম ও ক্যালেন্ডার দেওয়া হয়। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদেরও ক্রেস্ট, কলম ও ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাতক্ষীরা জেলার সন্তানরা দেশের সব ক্ষেত্রেই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত আমাতের ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যান সমিতি’ আজকে হাটি হাটি পা পা করে ৩০ বছর অতিক্রম করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি পরিবার। সকলের সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের আইন বিরোধী কোন কাজের সাথে জড়িত হবে না। সব সময় পড়াশোনায় মনোযোগী হবে। বাবা মায়ের স্বপ্নকে বাস্তব রূপ দেয়ার জন্য তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও।

প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের সামনের সময়টা অনেক চ্যালেঞ্জিং। সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। সর্বোপরি তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

পরে দুপুরে প্রীতিভোজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]