03/12/2025 রুয়েটের প্রাক্-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রুয়েট প্রতিনিধি:
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ সোমবার ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম মাননীয় উপাচার্যের কাছে ফলাফল হস্তান্তর করেন, যা পরে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এ বছর তিন শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১৯,৯১৫ জন শিক্ষার্থী নির্বাচিত হন, যার মধ্যে ৮,০০২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে প্রথম শিফটে ২,৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২,৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২,৬৪২ জন রয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
রুয়েট ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর পুনরায় এককভাবে ভর্তি পরীক্ষা পরিচালনা করছে। এবার মোট ১২৩৫টি আসনের জন্য প্রতিযোগিতা হবে, যার মধ্যে ১২৩০টি সাধারণ আসন এবং পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসন রয়েছে।
বিভাগভিত্তিক আসন সংখ্যা:
পুরকৌশল (Civil Engineering) – ১৮০
আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (URP) – ৬০
স্থাপত্য (Architecture) – ৩০
বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) – ৩০
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) – ৬০
ষযন্ত্রকৌশল (Mechanical Engineering) – ১৮০
গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (GCE) – ৬০
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) – ৬০
রাসায়নিক কৌশল (Chemical Engineering) – ৩০
ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE) – ৬০
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) – ১৮০
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) – ১৮০
তড়িৎ ও কম্পিউটার কৌশল (ECE) – ৬০
ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) – ৬০
সংরক্ষিত আসন:
বান্দরবান জেলার জন্য – ১টি
পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য – ৪টি
প্রাক্-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং আসন্ন মূল ভর্তি পরীক্ষায় সাফল্য কামনা।