26106

03/12/2025 যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫৩ বিলিয়ন ডলার লাগবে: জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫৩ বিলিয়ন ডলার লাগবে: জাতিসংঘ

রাজ টাইমস ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৩

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা শহর পুনর্গঠনে ৫৩ বিলিয়ন ডলার প্রয়োজন বলে অনুমান করেছে জাতিসংঘ। এই বিপুল অর্থের মধ্যে শুধু প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেনন, বর্তমান পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে, গাজা উপত্যকায় ব্যাপক পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। টানা এই হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১২ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি নিয়ে অনিশ্চয়তা নতুনভাবে তীব্রতর হয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]