26120

03/12/2025 ধামইরহাটে বন্যপ্রাণী সংরক্ষণ অভিযোজন সেমিনার অনুষ্ঠিত

ধামইরহাটে বন্যপ্রাণী সংরক্ষণ অভিযোজন সেমিনার অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩

নওগাঁর ধামইরহাটে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যাক্তিবর্গের সমন্বয়ে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী সামাজিক বনবিভাগ ও পাইকবান্দা রেঞ্জ এর আয়োজনে ধামইরহাট বনবিট অফিসস চত্বরে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্, সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান লিটন, বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, একাডেমিক সুপাইরভাইজার কাজল কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আলহিল মাহমুদ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, বেলী খাতুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার, আহবায়ক কমিটির সদস্য শাহিনা ইয়াসমিন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]