26126

03/13/2025 রিজভীর বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী ও দুরভিসন্ধিমূলক: জামায়াত

রিজভীর বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী ও দুরভিসন্ধিমূলক: জামায়াত

রাজটাইমস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতকে ‘মোনাফেক’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা জাতীয় ঐক্যবিরোধী এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘রিজভী জামায়াতের বিরুদ্ধে এমন মন্তব্য করে আসলে কী অর্জন করতে চান, তা আমাদের কাছে পরিষ্কার নয়। দেশে যখন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন, তখন রিজভীর বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুরভিসন্ধিমূলক। এমন মন্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচারবিরোধী।’

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণসভায় রিজভী মন্তব্য করেছিলেন, ‘আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা প্রথমবারের মতো রাজনীতি করার সুযোগ পায়। তবে এই দলটি সবসময় মুনাফেকি করেছে, মুনাফেকি ছাড়া তারা কিছুই করেনি।’ আকন্দ এই বক্তব্যকে আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন এবং এর প্রতিবাদ জানিয়েছেন।

তিনি আরও দাবি করেছেন, জামায়াত ইসলাম ধর্মের আদর্শে রাজনীতি করে এবং কখনো মোনাফেকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইন শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করে যাচ্ছে।

অ্যাডভোকেট আকন্দ বলেন, ‘জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এ ভূমিকা গোটা জাতির কাছে গ্রহণযোগ্য, আর সম্ভবত এ কারণেই রিজভীর বক্তব্যে গাত্রদাহ সৃষ্টি হয়েছে।’ তিনি সকলকে বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]