26150

04/20/2025 ‘জালেমকে তাড়াতে পেরেছি কিন্তু জুলুমকে পারিনি’

‘জালেমকে তাড়াতে পেরেছি কিন্তু জুলুমকে পারিনি’

রাজটাইমস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দীর্ঘ ৫৪ বছরে দেশে যত সরকার এসেছে তারা কেউই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা আন্দোলন করে জালেমকে তাড়াতে পেরেছি কিন্তু জুলুমকে তাড়াতে পারিনি।

তিনি বলেন, এখনো দেশের মানুষের সঙ্গে একটি গোষ্ঠী জুলুম করছে। এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। দেশে ইসলামী আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামিক দলকে ভোট দিতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঝালকাঠি শহরের ঈদগাহ মাঠে জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]