26161

04/04/2025 সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল

সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল

রাজটাইমস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৭

মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ। সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এদিন সকাল থেকে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১৪ এবং রামপুরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করছেন, অনেককে হেঁটে অফিসে যেতে দেখা গেছে। অবরোধকারীরা যাত্রীসহ চলমান সিএনজি অটোরিকশা আটকে দিচ্ছেন। তারা বিআরটিএ কর্তৃক জারি করা নতুন নিয়ম বাতিল, ভাড়া বাড়ানো এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চালকদের সড়ক থেকে সরাতে কাজ করছে। তারা চালকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেছিলেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, গণভবন এবং কলেজ গেটের সামনে বিক্ষোভ করেন তারা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেলে অবরোধ প্রত্যাহার করেন তারা।

বিআরটিএ গত ১০ ফেব্রুয়ারি এক নির্দেশনায় জানিয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনো গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেয়া হবে। এছাড়াও চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেয়ার বিধানও রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]