26162

04/20/2025 প্রস্তুতি ম্যাচ থেকেই নিজেদের গুছিয়ে নিতে চায় বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচ থেকেই নিজেদের গুছিয়ে নিতে চায় বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৮

রাত পোহালেই শুরু বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। যদিও মূল লড়াই শুরু আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি), তবে টাইগাররা আগামীকাল মাঠে নামবে গা গরম করতে, আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে।

চ্যাম্পিয়নস ট্রফির মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপা যুদ্ধ। তার আগে নিজেদের গুছিয়ে নিতে সোমবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন আগেই উঠেছিল। ওয়ানডে তো বটেই, দু’মাসের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটেই নেই টাইগাররা। মুশফিক-তাসকিনরা ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটের আড়মোড়া ভাঙার সুযোগ পাচ্ছিলো না বাংলাদেশ। সরাসরিই খেলতে হতো চ্যাম্পিয়নস ট্রফিতে, ভারতের বিপক্ষে। তবে এমতাবস্থায় টাইগারদের গুছিয়ে উঠার একটা সুযোগ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দেয় তারা বাংলাদেশ দলকে।

আগামীকাল দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশ মাঠে নামবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। হঠাৎ পাওয়া সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের আগে তানজিম সাকিব জানালেন সেই লক্ষ্যের কথাই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুবাইয়ে প্রথমবারের মতো অনুশীলন করতে নেমে সাকিব বলেন, ‘প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেয়া যায়, কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেংথে করলে ব্যাটসম্যানদের কষ্ট হয়, সেটা বোঝার চেষ্টা করব।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল পাকিস্তানে চলে যাবে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]