26164

04/04/2025 ইবিতে নেচে গেয়ে বসন্ত উৎসব উদযাপন

ইবিতে নেচে গেয়ে বসন্ত উৎসব উদযাপন

ইবি প্রতিনিধি:

১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬

নেচে গেয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বসন্ত উৎসব উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারকলা বিভাগ।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, চিত্র প্রদর্শনী ও হাতে আলতা ও মেহেদী লাগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন বিভাগটির শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়াও চারুকলা বিভাগের শিক্ষক প্রভাষক রায়হান উদ্দিন, ইমতিয়াজ রাসেল, রফিকুল ইসলাম ও তানিয়া আফরোজ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সবসময় বসন্তের আনন্দের মধ্য দিয়ে যায়। আমাদের হৃদয়ও শিল্পীদের হৃদয়ের মতো সুশোভিত হোক এই প্রত্যাশা করি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]