26167

04/04/2025 গোল্ড বাংলাদেশ নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন আরবী বিভাগ

গোল্ড বাংলাদেশ নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন আরবী বিভাগ

প্রেজ বিজ্ঞপ্তি:

১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশ আয়োজিত নবীন বিতর্ক উৎসব ২০২৫-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সম্মাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিসি) আয়োজিত ফাইনালে মার্কেটিং বিভাগের নবীন বিতর্ক দলকে ৪-০ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আরবী বিভাগের দল "অ্যারাবিয়ান হর্স"।

প্রতিযোগিতায় ১৬টি বিভাগ অংশ নেয়, যা ট্যাব রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্ব অতিক্রম করে ফাইনালে পৌঁছায়।

চূড়ান্ত পর্বে উভয় দলই জোরালো যুক্তি উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন। তবে বিচারকদের রায়ে আরবী বিভাগের "অ্যারাবিয়ান হর্স" দল বিজয়ী হন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো: আমিরুল ইসলাম কণক, গোল্ড বাংলাদেশের মডারেটর সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, গোল্ড বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হুসাইন আল মাহমুদ, অ্যারাবিক ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু হাসানাত আব্দুল্লাহ এবং গোল্ড বাংলাদেশের সাবেক বিতার্কিকগণ।

প্রধান অতিথি ড. মো: আমিরুল ইসলাম কণক বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং শিক্ষার্থীদের বিতর্কচর্চায় আরোও উৎসাহিত হওয়ায় জন্য আহ্বান জানান । তিনি বলেন, "বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি শক্তিশালী মাধ্যম, যা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনায় পারদর্শী করে তোলে এবং ভবিষ্যতের নেতৃত্ব গঠনে ভূমিকা রাখে।"

বিজয়ী দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আদিল আহনাফ, নোমান হানিফ ও জিমহা। তাদের বুদ্ধিদীপ্রভাবশালী যুক্তি বিচারকদের মুগ্ধ করে। ফাইনালের সেরা বিতার্কিক (Debater of the Final) নির্বাচিত হয়েছেন নোমান হানিফ।

গোল্ড বাংলাদেশের এই আয়োজন নবীন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এসময় আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা যুক্তির শক্তিতে নিজেদের সমৃদ্ধ করতে পারে। উৎসবের সমাপ্তিতে বিতার্কিকরা জানান, এ ধরনের আয়োজন তাদের বক্তব্য উপস্থাপনা, বিশ্লেষণী চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]