26179

04/03/2025 নওগাঁয় নদী পাড়ের মাটি বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

নওগাঁয় নদী পাড়ের মাটি বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজ টাইমস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭

নওগাঁর সদর উপজেলার তুলসীগঙ্গা নদী পাড়ের মাটি অবৈধভাবে বিক্রির দায়ে আসলাম নামে একজনের ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।

ইউএনও ইবনুল আবেদীন জানান, সদর উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের তুলসীগঙ্গা নদীরক্ষা বাঁধ কেটে মাটি বিক্রি করছে কিছু প্রভাবশালী ব্যক্তি। এলাকাবাসীর কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় এলাকায় অভিযানে যায় সদর উপজেলা ভূমি কর্মকর্তা।

এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা যন্ত্রপাতি রেখে পালিয়ে যায় লোকজন। এসময় মাটি বিক্রি চক্রের মূলহোতা চন্ডিপুর গ্রামের আসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সঙ্গে জব্দ করা হয় মাটি কাটায় ব্যবহৃত মেশিন ও ৬টি ট্রাক্টর। পাশাপাশি ৩ লাখ টাকা জরিমান আদায় করা হয়। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য মুছলেকা নেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]