03/12/2025 রাবিতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির নীতিমালা সংস্কারে কমিটি গঠন
রাবি প্রতিনিধি:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির নীতিমালা সংস্কারে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবকে সভাপতি ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদকে সদস্য-সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন/আপগ্রেডেশন নীতিমালা ২০২২” এর সংস্কার, সংশোধন, পরিমার্জন করে উপযুক্ত নীতিমালা প্রণয়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।