26185

04/04/2025 ধামইরহাটে নারী জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে নারী জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫

নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য পালনে সমস্যা নিরূপণ ও সমাধান করণীয় বিষয়ে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার এর কারিগরি বাস্তবায়নাধীণ গোফরইমপ্যাক্ট কর্মসূচির সহযোগীতায় এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মো. হাসান আল মাহাদী, জেন্ডার ইকুয়ালিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন এক্সপার্ট তুন্নাজিনা হক, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিনা ইয়াসমিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী জনপ্রতিনিধিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]