26187

03/12/2025 ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

রাজ টাইমস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৮

ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে একটি পিকআপে ১৪ থেকে ১৫ শ্রমিক ঢাকায় যাচ্ছিলেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী হাফেজিয়া এলাকায় পৌঁছালে পেছন একটি গাড়ির ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে অন্য একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট সাইমুন ইসলাম বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস রয়েছে। ঘটনার পর ঢাকামুখী যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। মরদেহগুলো হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]