26217

03/12/2025 রাবিতে আগামীকাল শুরু হচ্ছে একুশে বইমেলা

রাবিতে আগামীকাল শুরু হচ্ছে একুশে বইমেলা

রাবি প্রতিনিধি:

১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ৫০টি স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক নিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী এই বইমেলা উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

এতে আরোও জানানো হয়েছে, এ বইমেলায় প্রায় ৫০টি স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান অংশ নিচ্ছেন।

এছাড়াও বইমেলায় রয়েছে লেখক-পাঠক কর্ণার, জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী করবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]