04/04/2025 আগামীকাল রুয়েটে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
রুয়েট প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১০
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে তিন শিফটে মোট ৮,০২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন—প্রথম শিফটে ২,৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২,৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২,৬৪২ জন।
২০২০ সালের পর এবারই প্রথম রুয়েট এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। এবার পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ১,২৩৫টি আসন (সাধারণ ১,২৩০টি ও পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি) বরাদ্দ রয়েছে।
পরীক্ষার কাঠামো:
লিখিত পরীক্ষা সর্বমোট ৩৫০ নম্বরের হবে, যেখানে গণিত, পদার্থবিজ্ঞান, ও রসায়ন থেকে প্রতিটি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান ১০০। ইংরেজিতে ৫টি প্রশ্ন থাকবে, মোট ৫০ নম্বরের। সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।
‘খ’ গ্রুপের ভর্তিচ্ছুদের জন্য ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা ১ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। এতে ৪টি প্রশ্ন থাকবে।
ভর্তির চূড়ান্ত তালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।