26222

04/04/2025 ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি বিদায় অনুষ্ঠান

ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি বিদায় অনুষ্ঠান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯

নওগাঁর ধামইরহাট উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, নতুন শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমনা।

এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট এমএম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মো. আব্দুল গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বিদ্যোতসাহী সদস্য মো. তাইমুর রহমান, প্রভাষক সুলতান মাহমুদ প্রমুখ।

২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১শত ৪২জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করবেন। সবশেষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]