26227

03/12/2025 রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ॥ উপস্থিতি ৯৯.১০ শতাংশ

রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ॥ উপস্থিতি ৯৯.১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২ টায়। এছাড়া “খ” গ্রুপের প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর পৌনে ২ টায়।
গতকাল সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারনায় মূখরিতর হয়ে উঠে রুয়েট। এদিকে নির্বাচনী (লিখিত) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮ হাজার ২ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যাদের মধ্যে গতকাল অনুষ্ঠিত মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭হাজার ৯৩০ জন ছাত্র-ছাত্রী। অর্থাৎ ভর্তি পরীক্ষায় প্রায় ৯৯.১০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো।

অপর দিকে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। রুয়েটে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে। একই সাথে ভর্তি পরীক্ষার ফলাফল admission.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]