04/20/2025 চার ইসরাইলির মরদেহ হস্তান্তর করলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন
রাজটাইমস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯
বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে চার ইসারাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ থেকে কফিনে বন্দি চারটি মরদেহ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়।
চার নিহত জিম্মি হলেন- শিরি, এরিয়েল, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ। বিষয়টি নিশ্চিত করেছে আইডিএফ।
আইডিএফ নিশ্চিত করেছে, রেড ক্রস নিহত জিম্মিদের চারটি কফিন তুলে নিয়েছে। এখন তাদের গাজায় ইসরাইল সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সদস্যদের কাছে নিয়ে আসা হচ্ছে।
এদিকে চার জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে স্থানান্তর করার কিছুক্ষণ আগে হামাস দাবি করেছে, তারা নিহত ওই চার জিম্মিদের বাঁচিয়ে রাখতে নিজেদের সাধ্যের সবকিছু করেছে। সেই সঙ্গে তারা বলেছেন, যাদের মৃতদেহ আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা ইসরাইলি হামলায় নিহত হয়েছে।
হামাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলের নৃশংস এবং ক্রমাগত বোমাবর্ষণ তাদের সকল জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হতে বাধা দিয়েছে। তাদের জীবিত ফিরিয়ে দিতে পারলেই আমরা বেশি খুশি হতাম। আপনি এমন এক নেতৃত্বের শিকার যে তার সন্তানদের যত্ন নেয় না।’