03/12/2025 রাজপাড়া থানা জামায়াতের সদস্য সম্মেলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পবা প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫১
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানার উদ্যোগে সদস্য সম্মেলন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা আমির অধ্যাপক নুরুল ইসলাম মনির সভাপতিত্বে সকাল ৮টা হতে লোটাস কমিউনিটি সেন্টারে আয়োজিত- আলোচনা সভা ও সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ মহানগরী সম্মানিত আমীর ডক্টর মাওলানা ক্বারী কেরামত আলী।
রাজপাড়া থানা সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায়- উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মহানগরী নায়েবে আমির এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসীম উদ্দীন সরকার, সমাজ কল্যাণ সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাশিয়াডাঙ্গা থানা আমির মাওলানা ফরিদ উদ্দিন আখতার।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন: রাজপাড়া থানা নায়েবে আমির মাওলানা আজমল হক খান, সেক্রেটারি বাবর আলী লিটন, সাংগঠনিক সেক্রেটারি শরিফ আল মাহমুদ সহ থানা কর্ম পরিষদ সদস্য এবং পুরুষ ও মহিলা সদস্য গণ।