26247

04/10/2025 বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

রাজটাইমস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে তাদের আটক করে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাদের দেশে ফেরত পাঠানো হয়। এক বিবৃতিতে একেপিএস এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করেছে। তবে তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোয়নি। বরং তারা বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিল। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে বিশেষ কারো জন্য অপেক্ষা করছিল তারা।

সূত্রটি জানায়, পরে তাদের কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) প্রদান করা হয়।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বিমানবন্দরের নজরদারি দল দুই হাজার ৬৫৪ বিদেশীকে যাচাই-বাছাই করেছে, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]