04/04/2025 ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৪৬১
রাজটাইমস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৫
২৪ ঘণ্টায় সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৪৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া অভিযানে আজ শুক্রবার বিকেল পর্যন্ত এ নিয়ে মোট ৭ হাজার ৩১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৮৯ জনসহ মোট ১ হাজার ৬৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টার অভিযানে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দু’টি দেশি দোনলা বন্দুক, একটি দেশি শুটার গান, একটি বিদেশি পিস্তল ও ছয়টি গুলি এবং একটি ধারালো অস্ত্র।
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী আক্রমণের শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।