04/10/2025 শত শত ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে আরও ৫ বন্দিকে ছেড়ে দিল হামাস
রাজটাইমস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১
ইসরায়েলি কারাগারে আটক শত শত ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে গাজা থেকে পাঁচ ইসরায়েলি বন্দিকে ছেড়ে দিয়েছে হামাস। খবর আল জাজিরা'র
প্রতিবেদনে বলা হয়েছে, তাল শোহাম ও আভেরা মেনগিস্তু নামের দুই বন্দিকে আজ শনিবার দক্ষিণ গাজার রাফায় একটি মঞ্চে নিয়ে যাওয়ার পর রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। পরে আরও তিন বন্দি এলিয়া কোহেন, ওমর ওয়েনকার্ট এবং ওমর শেম টভকে মধ্য গাজাইনের নুসেইরাতে রেডক্রসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, এসব বন্দিদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন রেডক্রসের কর্মকর্তারা।
ফিলিস্তিনি সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, আরেক বন্দি হিশাম আল-সায়েদকে কোনো অনুষ্ঠান ছাড়াই ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ২০১৫ সালের এপ্রিলে গাজায় প্রবেশের সময় ৩৭ বছর বয়সী এই ইসরায়েলিকে গাজায় প্রবেশের সময় বন্দি করা হয়েছিল।
গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মুক্তি পাওয়া ৩৩ জন ইসরায়েলির মধ্যে এই ছয় জনই সর্বশেষ।
নুসেইরাত থেকে আল জাজিরার হানি মাহমুদ বলেন, তিন বন্দির মুক্তির সাক্ষী হতে বিপুল জনতা জড়ো হয়েছে। অতীতের বন্দি হস্তান্তরের তুলনায় নুসিরাতের আজকের দৃশ্যটি আরও সুসংগঠিত বলে মনে হচ্ছে।