04/07/2025 বিষপানে শ্রমিকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২০ ০৩:৩৩
রাজশাহীর বাঘায় জিল্লুর রহমান (৩৫) নামে এক শ্রমিক বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিল্লুর রহমান বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মৃত ইনছার মণ্ডলের ছেলে।
জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে ১০০ এমএলের ২ বোতল ট্রিপকর্ড জাতীয় কীটনাশক বিষ পান করেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে তার বিষ অপসারণ করা হলেও অবস্থা সংকটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।