26280

04/04/2025 বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে হত্যা

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে হত্যা

রাজটাইমস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি মো. সাগর (৩৩) ধরা পড়েছেন। শনিবার রাতে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র্যাব-১২ বগুড়া কোম্পানির কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র্যাব ও মামলা সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকাল ৩টার দিকে শহরের সাতমাথা এলাকায় শিবগঞ্জের পলিকান্দা গ্রামের সেকেন্দার আলীর ছেলে স্কুল শিক্ষক সেলিম হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ কর্মকর্তা ভেবে সন্ত্রাসীরা সেলিমকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা ১৫ আগস্ট রাতে সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০১ জনের নাম উল্লেখ করে ৪৫১ জনের বিরুদ্ধে মামলা করেন।

শনিবার রাত ১১টার দিকে গোপনে সংবাদের ভিত্তিতে আসামি সাগরকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সদরের গোদারপাড়া এলাকার সারোয়ার হোসেনের ছেলে।

র্যাব সূত্র আরো জানায়, রবিবার সাগরকে বগুড়া ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]