26306

04/05/2025 শহীদ পরিবারের দুই দাবির একটি পূরণ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

শহীদ পরিবারের দুই দাবির একটি পূরণ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজটাইমস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৫

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পিলখানা সেনা অফিসার হত্যাকাণ্ডের দিনকে ‘শহীদ সেনা দিবস’ ঘোষণার মধ্য দিয়ে শহীদ পরিবারের দুইটি দাবির একটি পূরণ করেছে সরকার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবসটিতে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। সঠিক বিচারের বাকি দাবিটিও নবগঠিত তদন্ত কমিশনের মাধ্যমে আদায় হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে, শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং শহীদ সেনা পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান।

চলমান অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের গাফিলতি দেখা গেলে, আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিকে, বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় ৫৭ সেনা অফিসার হত্যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। তিনি বলেন, সে সময় শেখ হাসিনা ও তার সরকারের যোগসাজসে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং দুইদিন ধরে এই হত্যাযজ্ঞ চলে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]