26311

04/20/2025 ১৮১টি বল ডট খেলার ব্যাখ্যা দিলেন শান্ত

১৮১টি বল ডট খেলার ব্যাখ্যা দিলেন শান্ত

রাজটাইমস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৭

৩০০ বলের খেলায় ১৮১টি বলই ডট। অর্থাৎ ৫০ ওভারের ম্যাচে ৩০ ওভারেরও বেশি বল থেকে কোনো রান আসেনি। চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন কাণ্ড করেছে বাংলাদেশের ব্যাটাররা। যা ছিল বেশ দৃষ্টিকটু।

এতো ডট বল খেলার দায় নিয়মিত উইকেট হারানোকে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, 'এই জায়গায় তো অবশ্যই উন্নতির জায়গা আছে। দেখুন, আমরা নিয়মিত তিনশ করি না। এটা সত্যি। মেনে নিতেই হবে। আজকের যদি আপনি ডট বলের কথা বলেন, আমরা ৫ ওভার, ১০ ওভার পরপরই একটা করে উইকেট হারিয়েছি। ওই জায়গায় ব্যাটারদের জন্য খুবই কঠিন যে কীভাবে স্ট্রাইক রোটেট করবো। একটা-দুইটা বড় জুটি হলে এই ব্যাপারটা হতো না।'

শান্তর মতে নিয়মিত তিনশো করার অভ্যাস না থাকার ঘাটতিতে ধুঁকছেন তারা। তিনি আরও বলেন, 'এই অভ্যাসটা তৈরি করা জরুরি যে, নিয়মিত আমরা কীভাবে তিনশ করতে পারি। আমরা হয়তো একদিন-দুদিন তিনশ করি। এখান থেকে বের হওয়ার জন্য অনুশীলনে বলেন, নিয়মিত কীভাবে ভালো উইকেটে খেলা যায়, নিয়মিত বড় দলের বিপক্ষে এই ধরনের স্কোর গড়া যায়, এটাই গুরুত্বপূর্ণ।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১টি বল ডট খেলার কারণ হিসেবে নিয়মিত উইকেট হারানোকে দেখছেন শান্ত। তিনি বলেন, 'আজকের ম্যাচে ডট বল হওয়ার কারণ, আমরা মাঝের ওভারগুলোয় কিছুক্ষণ পরপরই উইকেট দিয়ে দিয়েছি।'

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]