26317

04/04/2025 কুয়েট অনির্দিষ্টকাল বন্ধ, বুধবার সকালের মধ্যে ছাড়তে হবে হল

কুয়েট অনির্দিষ্টকাল বন্ধ, বুধবার সকালের মধ্যে ছাড়তে হবে হল

রাজটাইমস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৯

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, কুয়েটে সব হল ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়তে বুধবার সকাল ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল।

ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনার জন্য দুই সংগঠনই পরস্পরকে দায়ী করছে।

সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যার্থতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় উপচার্যের অপসারণসহ ৬ দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তাল কুয়েট।

এক পর্যায়ে গত ২১ ফেব্রুয়ারি উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরেও তারা ভিসির বাসভবনে তালা ঝোলাতে যায়। তবে শিক্ষকদের বাধার মুখে তারা ফিরে যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]