26334

04/03/2025 ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যাবসায়ী নিহত

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যাবসায়ী নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

নওগাঁর ধামইরহাটে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণগেলো ফটোস্ট্যাট ও স্টেশনারি ব্যাবসায়ীর।

আজ বুধবার সকালে উপজেলা উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন মোটরসাইকেল যোগে নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামি হানিফ (ঢাকা মেট্রো-ব ১৪-৫৫৯২) পরিবহনের পিকনিকের বাসে মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যুহয়। নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।

ইতিপূর্বেও এই আঞ্চলিক মাহাসড়কের একই স্থানে একাধিক বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এবং তাতে ঝরে যায় বেশ কয়েকটি প্রান। এলাকাবাসি এই সড়কের চিহ্নিত স্থানগুলোতে নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে দাবী জানিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]