26342

04/04/2025 বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম বদলে প্রজ্ঞাপন জারি

বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম বদলে প্রজ্ঞাপন জারি

রাজটাইমস ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৯

বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল করা হয়েছে।

যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতু হিসেবে পরিচিত সেতুটি ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু নাম দিয়ে চালু করা হয়। আর চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি করা টানেলটিকে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম দিয়ে উদ্বোধন করা হয়।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু এবং শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় যোগাযোগ খাতের দেশের দুই বড় স্থাপনার নাম পরিবর্তন করা হলো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]