26358

04/03/2025 সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল যে দেশ

সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল যে দেশ

রাজটাইমস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪০

সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ নয়। সবার আগে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া। দেশটিতে শনিবার (১ মার্চ) থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। যার ফলে শনিবার (১ মার্চ) থেকেই শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত রমজান মাস।

ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেন।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে যে কোনো দেশ।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, সিডনি শহরে রমজানের চাঁদটি অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এতে সূর্যাস্তের পরও সেখানে চাঁদটি আকাশে ১২ মিনিট পর্যন্ত দেখা যাবে।

অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। এতে খুব সহজেই চাঁদটি দেখা যাবে।

রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ায় শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ আদায় করা হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার চেষ্টা করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]