26374

04/07/2025 টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক ৬০

টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক ৬০

রাজটাইমস ডেস্ক

১ মার্চ ২০২৫ ২২:৪০

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, বিজিবি ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যৌথবাহিনীর বিশেষ এ অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ টাকা, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরু থেকে মাজার বস্তির সন্দেহভাজন বাড়ি ও ঘরগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তি দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই এবং মাদকের আখড়া হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ বিশেষ অভিযানে অপরাধীরা ধরা পড়বে বলে আশা করছেন এলাকাবাসী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]