26375

03/12/2025 বায়তুল মোকাররমে প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

বায়তুল মোকাররমে প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

রাজটাইমস ডেস্ক

১ মার্চ ২০২৫ ২২:৪২

বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। আজ থেকেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারাবি নামাজ। রমজান উপলক্ষে প্রথম তারাবিতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি শিশুদেরও দেখা গেছে নামাজে অংশ নিতে।

শনিবার রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসে ছিলেন। অনেক মুসল্লি জায়নামাজ ও তসবিহ নিয়ে এসেছেন। কিছু মুসল্লি নামাজের আগে আতর ব্যবহার করছেন এবং পরিচিতদেরও দিচ্ছেন। মসজিদের প্রবেশমুখে অস্থায়ী আতর ও টুপির দোকানও বসেছিল।

বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা আব্দুল হক বলেন, "আমার বাসা খিলগাঁও, কিন্তু প্রতিবছর প্রথম তারাবি আমি এখানে আদায় করি। এখানে নামাজ পড়ার শান্তি অন্যরকম। এবার দুই ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি।"

এছাড়া, রাজধানীর অন্যান্য মসজিদেও তারাবি নামাজের জন্য মুসল্লিদের ভিড় দেখা গেছে, অনেকেই মসজিদের বাইরেও চটের ওপর নামাজ আদায় করছেন।

রমজানের চাঁদ দেখা নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, "শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২ মার্চ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ২৬ রমজান (২৭ মার্চ) পবিত্র শবে কদর পালিত হবে।"

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]