26391

03/12/2025 ধামইরহাটে ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাটে ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২ মার্চ ২০২৫ ১৯:২৪

ধামইরহাটে ৭ম জাতীয় ভোটার দিবস/২০২৫ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোস্তাফিজুর রহমান। ভোটার দিবস উপলক্ষে ভোটারের অধিকার, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং ছবি তোলা ইত্যাদি কার্যক্রম বিষয়ে বর্ণনা দেন উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশিদ,যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার,সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার , জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, তথ্য কর্মকর্তা ইশকিতা আফরিন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। এছাড়াও বক্তব্য রাখেন আগ্রাদিগুণ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, খেলনা ইউপি চেয়ারম্যান আল হিল মাহমুদ চৌধুরী, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি,জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া। ভোটারদের নামের বানান, বয়স, ঠিকানা, ইত্যাদি ভুল থেকে সাবধানতা অবলম্বনের জন্য ইউএনও মোস্তাফিজুর রহমান দিকনির্দেশনা প্রদান করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]